মহাসড়কে আন্ডারপাস দাবিতে মানববন্ধন
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় আন্ডার পাস নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল রোববার অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, সাবেক উজিরপুর ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান, মিয়াবাজার কলেজের জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যানবাহনসহ মিয়াবাজার ডিগ্রি কলেজ, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং কয়েকটি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। সম্প্রতি মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা বেশি ঘটেছে। তাই, সড়ক দুর্ঘটনা রোধে মিয়াবাজার এলাকায় একটি আন্ডার পাস নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা