২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে আন্তর্জাতিক কিরাত মাহফিল

-

বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন দেশের খ্যাতিমান কারিদের নিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কিরাত মাহফিল। গতকাল শুক্রবার বিকেল থেকে বরিশাল নগরীর হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই মাহফিলের আয়োজন করে আল কুরআন অ্যাকাডেমি। এতে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে।
আল কুরআন অ্যাকাডেমি বরিশালের আয়োজক কমিটির আহ্বায়ক আবদুল হাই জানান, বরিশালে আন্তর্জাতিক এই কিরাত মাহফিলে কিরাত পরিবেশন করেছেন- মরক্কোর কারি ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তানের কারি হাম্মাদ আনওয়ার নাফীসী, ইরানের কারি হামীদ রেজা আহমাদী ওয়াফা, মিসরের শাইখ ইয়াসির শারক্বাউঈ এবং বাংলাদেশের প্রখ্যাত কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। আন্তর্জাতিক কিরাত সংগঠন ‘ইকরা’র আমন্ত্রণে এসব বিদেশী কারি বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুল মান্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরিশাল আল কুরআন অ্যাকাডেমির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডা: আলতাফ উদ্দিন আহমেদ।

আল কুরআন অ্যাকাডেমি বরিশালের সভাপতি ও বিএম কলেজ ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোয়াজ্জেম হোসাইন ও প্রফেসর মোহাম্মদ আবদুর রব জানিয়েছেন, আল-কুরআনের মোহময় সুরে প্রকম্পিত হয়েছে বরিশালের ময়দান।
কিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান আজাদ জানান, শুক্রবার বিকেল থেকে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী ও হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ও সূচনা সাংস্কৃতিক সংসদ।
মাহফিলে মহিলাদের জন্য ছিল আলাদা প্যান্ডেল, যেখানে বিশাল এলইডি ডিসপ্লেতে তিলাওয়াত শোনার সুযোগ পেয়েছেন তারা।
মঞ্চের ব্যাকগ্রাউন্ড ও মাঠের দুই প্রান্তে বিশাল ডিসপ্লেবোর্ডের মাধ্যমে বিদেশী কারিদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আগত কুরআনপ্রেমী হাজার হাজার দর্শক। বর্ণিল আলোর ঝালকানি আর কুরআনের মোহনীয় সুর একাকার হয়ে তৈরি করে এক নৈসর্গিক পরিবেশ। যা বরিশালবাসী মনে রাখবেন অনেক দিন।

 


আরো সংবাদ



premium cement
ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা

সকল