সিংড়ায় বেপরোয়া গতির বাইকারদের বিরুদ্ধে ১৫৫ মামলা
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে গত এক মাসে সড়ক পরিবহন আইনে ১৫৫টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে আট লাখ ৩৯ হাজার টাকা।
গত নভেম্বর মাসে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড, চলনবিল গেট, জামতলি বাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ২৭টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৩টি মোটরসাইকেল, হেলমেট পরিধান না করা এবং তিনজন আরোহণ করায় ৯২টি মামলা দেয়া হয়। এ ছাড়াও ফিটনেস বিহীন প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাকের বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়েছে।
বেপরোয়া গতির অপ্রাপ্তবয়স্ক বাইকারদের সতর্ক ও সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সার্জেন্ট রতন আহমেদ।