০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

শিবপুরে দুর্র্বৃত্তের আগুনে পুড়ল ৫০ লাখ টাকার মালামাল

সৈয়দপুরে ৩ দোকান ভস্মীভূত
-

নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে একদল দুর্বৃত্তের দেয়া আগুনে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় গার্মেন্টস কোম্পানি অনন্ত গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য জমিতে বালু দিয়ে ভরাট করছিল এক ঠিকাদার। এলাকার কিছু চাঁদাবাজ চাঁদার জন্য ঠিকাদারকে চাপ দিতে থাকে। চাঁদা না দেয়ার কারণে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা বাছির মিয়া জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা দুই শ্রমিককে বাইরে নিয়ে বেঁধে রেখে বালুবাহী বুস্টার মেশিন ও শ্রমিকদের থাকার ঘরসহ যাবতীয় সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। এ সময় বেঁধে রাখা দুই শ্রমিকের আহাজারিতে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নেভার পর দেখা যায় ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নীলফামারীর সৈয়দপুরে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের খিয়ারজান ভণ্ডের মোড় এলাকার এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ভণ্ডের মোড়ে মসজিদ সংলগ্ন পাশাপাশি তিনটি ছোট দোকানের কোনো একটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে নুর ইসলাম ও মাজিদুল ইসলামের দুটি মুদি দোকান এবং সাজিদুল ইসলামের ইলেকট্রনিক দোকান পুড়ে যায়।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুতই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু প্রয়োজনীয় পানির উৎস না থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে বেগ পেতে হয়।

 


আরো সংবাদ



premium cement