০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

পাটগ্রাম বুড়িমারী সড়কে উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয়

-

জুলাইয়ের গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও সড়ক বিভাগে অনিয়ম ও দুর্নীতি এখনো আগের মতই চলছে। ফলে, উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটেপুটে খাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ হচ্ছে। সড়কটিতে কিছু সিঙ্গেল পাথর এবং কিছু বিটুমিন মিশিয়ে রাস্তায় লেপ্টে দিয়ে যেনতেন ভাবে কাজ শেষ করে প্রকল্পের টাকা তুলে নেয়া হচ্ছে। নির্মাণাধীন সড়কে এসবিএসটি করা হলেও সড়কটিতে ডিপ্রেশন অর্থাৎ যেখানে দেবে গেছে সেখানে মেরামত করা হয়নি।

জানা গেছে, পৌরসভার ব্র্যাক অফিস হতে বুড়িমারী জিরো পয়েন্ট পর্যন্ত ১০ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ ফুট প্রস্থ রাস্তায় সারফেস বিটুমিনাস (এসবিএসটি) সিঙ্গেল ট্রিটমেন্ট কাজ করা হচ্ছে। লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের অধীনে ঢাকার আরএম কন্সট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি এ প্রকল্পের কাজ করছে। এতে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ১৬ লাখ টাকা। কাগজে কলমে গত ১০ অক্টোবর নির্মাণ কাজ শুরু দেখানো হলেও বাস্তবে গত কয়েকদিন আগে এসবিএসটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

গত সোমবার সরেজমিন দেখা যায়, এই কয়েকদিনেই সড়কটির নির্মাণকাজ প্রায় শেষের দিকে। দেখা গেছে বুড়িমারী স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকের চাপে দেবে যাওয়া স্থানটিতে মেরামত না করেই কিছু পাথরের সাথে বিটুমিন মিশিয়ে লেপ্টে দেয়া হয়েছে। নির্মাণাধীন সড়কের কোনো থিকনেস (পুরুত্ব) নেই। প্রকল্প পরিদর্শনে আসা লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় (এসডি) প্রকৌশলী সাইফুল ইসলামের কাছে নির্মাণাধীন সড়কটির থিকনেস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো থিকনেস নেই এখানে। তবে, যেখানে দেবে গেছে সেখানে মেরামত করে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল