কারাগারে থাকা বেরোবির সাবেক প্রক্টর সাময়িক বহিষ্কার
- বেরোবি প্রতিনিধি
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলামকে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িক বরখাস্ত হয়েছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন অর রশিদের স্বাক্ষরিত আদেশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। এ আদেশ ১৯ নভেম্বর থেকে কার্যকর।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নগরীর আলমনগর এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার পরবর্তীতে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।