অবকাঠামো সঙ্কটে শেকৃবির সিড টেকনোলজি ইনস্টিটিউট
- শেকৃবি প্রতিনিধি
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিড টেকনোলজি ইনস্টিটিউট ২০১৪ সালে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও নানান সঙ্কটে জর্জরিত প্রতিষ্ঠাণটি। নির্দিষ্ট ল্যাবরেটরি, আধুনিক গবেষণা সরঞ্জাম, নির্ধারিত ক্লাসরুম, স্থায়ী শিক্ষক, গবেষক ও কর্মচারী নিয়োগের অভাব এবং বাজেট সংকটের কারণে ইনস্টিটিউটের কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারছে না। গত সোমবার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা এক সাক্ষাৎকারে এ সমস্যাগুলো তুলে ধরেন।
তিনি জানান, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে দুই সেমিস্টারে মাত্র ২২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। পিএইচডি প্রোগ্রামে এখনো কোনো শিক্ষার্থী নেই। অধ্যাপক ড. সুলতানা বলেন, ল্যাবরেটরি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে গবেষণার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি ভিত্তিতে সিড টেস্টিং মেশিনের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থী ও গবেষকরা ব্যাপকভাবে করা সম্ভব হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, এ ইনস্টিটিউটে এগ্রোনেমি, হর্টিকালচার, জেনেটিক্স, প্যাথোলজি, এন্টোমলজি এ পাঁচ ডিপার্টমেন্টের শিক্ষক ক্লাস নেন। ক্লাস রুম সঙ্কট রয়েছে। যেখানে ১২টির বেশি ক্লাস রুম প্রয়োজন, সেখানে আছে মাত্র সাতটি। ইনস্টিটিউটের জন্য গবেষণা রুম এবং ক্লাস রুমসহ যা যা প্রয়োজন গুরুত্বের ওপর ভিত্তি করে সমাধানের চেষ্টাও চলমান রয়েছে।