উজিরপুরে এক মামলাবাজের বিরুদ্ধে মানববন্ধন
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আলোচিত জোড়াখুনের মামলার অন্যতম আসামি মামলাবাজ মিজানুর রহমান মিয়ার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গত সোমবার উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নের্তৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া, সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া, বনি আমিন বালী, আব্দুল আজিজ বিশ্বাস, নুরুল হাওলাদার, দেলোয়ার বিশ্বাসসহ পাঁচ শতাধিক মানুষ। এ সময় মামলাবাজ মিজানুর রহমানের করা ষড়যন্ত্রমূলক কয়েকটি মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
ভুক্তভোগীরা জানান, কিছুদিন আগে মামলাবাজ মিজানুর রহমান মিয়া তার ছোট বোনকে দিয়ে এবং ছোট ভাইয়ের স্ত্রীকে দিয়ে দু’টি মিথ্যা মামলা দায়ের করে এলাকার নিরীহ মানুষদেরকে হয়রানিতে ফেলেছে। এই মিথ্যা মামলার আসামি হয়ে এখন তারা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে মিজানুর রহমানকে একাধিকবার ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, বিষয়টি জানা নেই। তবে খতিয়ে দেখা হবে।