০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

কাজে যোগদানের আগেই তহবিল নিয়ন্ত্রণের চেষ্টা ববি ট্রেজারারের

-


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খান বিশ্ববিদ্যালয়ে কাজে যোগদানের পূর্বেই বিশ্ববিদ্যালয়ের তহবিল নিয়ন্ত্রণ নিয়ে তছরুপের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ২৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ট্রেজারার হিসেবে আবু হেনা মোস্তফা কামাল খান নিয়োগ পান। তবে বিতর্কিত ও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ এনে ২৬ নভেম্বর রাত ৮টায় তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীরা তাকে বাধা দেন। পরের দিন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রবেশের সব গেটে তালাবদ্ধ এবং ববির ১২৭ জন শিক্ষক স্বাক্ষরিত ট্রেজারারের নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদলিপি প্রদান ও মানববন্ধন করেন।

এদিকে ২৭ নভেম্বরও ক্যাম্পাসে যোগদান করতে না পেরে ট্রেজারার আবু হেনা বিশ্ববিদ্যালয়ের সব অর্থ তার নামে অ্যাকাউন্ট করে ট্রান্সফার করতে হবে বলে সোনালী ব্যাংকের ববি শাখার ম্যানেজার ড. দিপু রানী ভৌমিককে চাপ প্রয়োগ করেন।
এ বিষয়ে ম্যানেজার দিপু বলেন, বুধবার রাত পৌনে ৭টায় ট্রেজারার আবু হেনা আমাকে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাকাউন্ট করতে চান এবং ভিসির স্বাক্ষর পরিবর্তন করে আবু হেনার স্বাক্ষর যুক্ত এবং ওই দিনই করা সম্ভব কি না জানতে চান। এ কাজ করতে অস্বীকার করলে আমাকে ক্যাম্পাসের বাইরে দেখা করার জন্যও চাপ প্রয়োগ করেন তিনি।
এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, বিগত সময়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ট্রেজারার হিসেবে অবাঞ্চিত ঘোষণা করেছি। তাকে যোগদানে সহয়তা করার জন্য ভিসির পদত্যাগ দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন বলেন, ট্রেজারারের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদলিপি শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রালয়ে পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ফান্ড তার হাতে তুলে দেয়া কতটা যৌক্তিক এমন প্রশ্ন করেন তিনি।
সোনালী ব্যাংকের বরিশাল অফিসের ডিজিএম শাহ আলম বলেন, ‘ট্রেজারার আমাদের কাছে এসেছিলেন আমাদের ম্যাসেজ তাকে পাঠিয়ে দিয়েছি যে, এটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিষয় সুতরাং আমাদের সাথে কোনো আলাপ নেই।’
অভিযোগের বিষয়ে ট্রেজারার আবু হেনা মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাকে ওপর থেকে নিষেধ করা হয়েছে কারো সাথে কথা না বলতে।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, আমি কাজের মধ্যে আছি, এ বিষয়ে গতকালকে আমি সব বলে দিয়েছি, এ নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না।

 


আরো সংবাদ



premium cement
তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে

সকল