মিরসরাই ও রাঙ্গুনিয়ায় পুড়ল ৭ বসতবাড়ি
- মিরসরাই ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মিরসরাইয়ে কয়েলের আগুনে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মিরসরাই সদর ইউনিয়নের গড়ীয়াইশ এলাকার প্রিয়া অটো ব্রিকফিল সংলগ্ন রহিমের নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, ওই বাড়ির আব্দুল হাকিমের ছেলে মো: আব্দুর রহিম, মো: আকতার হোসেন ও মো: আনোয়ার হোসেন। এতে তিন পরিবারের নগদ টাকা, আসবাবপত্রসহ ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আব্দুর রহিমের স্ত্রী শাহানা আক্তার বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে আমরা সবাই শুয়ে পড়ি। হঠাৎ করে পাশের ঘর থেকে দাউ দাউ করে আগুন আমাদের ঘরে লেগে যায়। তখন আমার অসুস্থ স্বামীকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই। আমরা নিঃস্ব হয়ে গেছি। আগুনে পুড়ে নগদ টাকা, আসবাবপত্রসহ ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আমাদের দু’টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় পাশের ঘরগুলো রক্ষা করতে পেরেছি। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।
এ দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই। এতে নগদ টাকা, মূল্যবান মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার শিলক রাজাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, শিলক ইউনিয়নের রাজাপাড়া সিকদার বাড়ি এলাকায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চার দিকে ছড়িয়ে পড়লে নুরুল আমিন, মো: আবুল কালাম, সেলিম সিকদার, মো: নুরুল আজিমের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো: জাহেদুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা