২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমতলীতে কাশেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

-

‘আমার ভাই আব্দুল কাশেম মোল্লার হত্যার দুই মাস পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকেই গ্রেফতার করেনি। যতবার পুলিশের কাছে গিয়েছি ততবার হয়নারীর শিকার হয়েছি। আমার ভাইয়ের হত্যাকারীদের পুলিশ ইচ্ছে করেই গ্রেফতার করছেন না। আমি কি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার পাব না?’
গতকাল শনিবার বেলা ১১টায় আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারে ব্যবসায়ী ও কলেজছাত্র আবুল কাশেম মোল্লার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধনে এভাবেই আক্ষেপ করেন নিহতের বড়ভাই হাসান মাহমুদ মোল্লা। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারের বিকাশ ব্যবসায়ী আবুল কাশেম মোল্লাকে (২৫) গত ২৬ সেপ্টেম্বর রাতে তার বাড়ির সামনে অন্ত্রধারী সন্ত্রাসীরা কুপিয়ে নগদ ছয় লাখ টাকা নিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নুর উদ্দিন মোল্লা বাদি হয়ে গত ২৭ সেপ্টেম্বর অজ্ঞাতদেরকে আসামি করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দুই মাসের বেশি দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ বাদির লোকজনকে উল্টো হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে শনিবার বেলা ১১টায় কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। আব্দুর রাজ্জাক প্যাদার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন রফিক বিশ্বাস, মনির ঘরামি, নুরুল ইসলাম, আব্দুস সালাম মৃধা, শহীদুল মোল্লা, হাবিবুল্লাহ, মাসুম বিল্লাহ, জাহাঙ্গির হাওলাদার, নজরুল মোল্লা, মারুফা বেগম প্রমুখ।


আরো সংবাদ



premium cement