২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেখ মুজিব স্বাধীনতা চাননি, চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব : আব্দুস সালাম আজাদ

-

শেখ মুজিব ভুট্টু সাহেবের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন প্রাধানমন্ত্রিত্ব নিয়ে কথা বলার জন্য। ১৯৭০ সালের নির্বাচনের পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল গোল টেবিল আলোচনায় তিনি কোথায়ও স্বাধীনতার কথা বলেননি তিনি পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে প্রধানমন্ত্রিত্ব দেয়া হোক, বাংলাদেশ স্বাধীন হোক তিনি চাননি। তিনি আরো বলেন, ২৫ শে মার্চ রাতে যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম পৃথিবীর মানচিত্রে থাকত না। সেদিন জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে শেখ মুজিব জাতির পিতা হয় না। জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই ৯ মাসে এ দেশ স্বাধীন হয়েছে গত শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবদলের সদস্যসচিব মহাসিন খান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, সাবেক সভাপতি খান মনিরুল মনি পল্টন। প্রধান বক্তব্য দেন, জেলা যুবদলের আহ্বায়ক মজিবর রহমান দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল হাই, যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান স্বেচ্ছাসেবক সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু। আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহ্বায়ক আক্তার হোসেন, লাকরিয়া বেতকা ইউনিয়ন সভাপতি কে এম হজিরুল ইসলাম লেলিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল