সাদুল্লাপুরে ৩ বিএনপি নেতার পদ স্থগিত
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১০ নং কামারপাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়। গত শুক্রবার সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে ওইসব পদ স্থগিত সংক্রান্ত পত্র জারি করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, উপজেলা সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া।
স্থানীয়ভাবে জানা গেছে, গত বৃহস্পতিবার শাহ শওকত আলী মানিকের স্ত্রী নিলুফা ইয়াসমিন মুক্তা কামারপাড়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নিতে এল সার্ভার সমস্যায় সচিবের কাজ করতে বিলম্ব হয়। এতে নিলুফা ক্ষিপ্ত হয়ে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর শহিদুল ইসলাম সোনা, সাইফুল ইসলাম জাহাঙ্গীরসহ দলবল নিয়ে পরিষদে হামলা করেন। এতে আব্দুল গণি আকন্দসহ গ্রাম পুলিশ পরিস্থিতি থামাতে গেলে পরিষদের সদস্য হারুন মিয়ার ভাই হুমায়ুন আহমেদ উত্তেজিত হয়ে আব্দুল গণি আকন্দকে মারধর ও ঘুষি দিয়ে তার নাক ফাটিয়ে দেয়।
এ বিষয়ে কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান জানান, ঘটনার সময় তিনি পরিষদে ছিলেন না। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা