বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ২১:৫৬
বনমোরগ অবমুক্ত
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
কাপ্তাই জাতীয় উদ্যানে গত বৃহস্পতিবার ছয়টি বনমোরগ অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মউদ্দন চৌধুরী, রাঙামাটি সদর রেঞ্জের বিশেষ টহল দলের দলনেতা মো: সফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম, জুম নিয়ন্ত্রণ বন বিভাগের মো: শহিদুল আলম। উল্লেখ্য, তবলছড়ি থেকে বনমোরগগুলো উদ্ধার করা হয়।
মুসল্লিদের সাথে মতবিনিময়
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার সোনাতলায় হলিদাবগা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের সাথে শুক্রবার বাদ জুম্মা মতবিনিময় সভা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বগুড়া ইসলামী হসপিটালের পরিচালক এবিএম মাজেদুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি নুরুল প্রামাণিক, কোষাধ্যক্ষ সৌরভ ইসলাম, মসজিদের খতিব মাওলানা আশরাফুল আলম নোমানসহ পাঁচ শতাধিক মুসল্লি।
একাডেমিক প্রতিযোগিতা
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আব্দুর রশিদ বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি চমৎকার মাধ্যম। এটি তাদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করবে।’ আগামী দিনগুলোতে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নেবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সেলাই মেশিন প্রদান
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তিকে একটি মোটরচালিত ভ্যান ও একজন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ভ্যান ও সেলাই মেশিন প্রদান করেন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য তালা-কলারোয়ার জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান, ইসলামী ব্যাংক কলারোয়া শাখার অফিসার জাকির হোসেন প্রমুখ।
তালের চারা রোপণ
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মিরুখালী রাস্তার দুই পাশে তিন কিলোমিটারজুড়ে তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, বন কর্মকর্তা সুরেষ চন্দ্র মিস্ত্রি প্রমুখ।
বৃত্তি পরীক্ষা
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সিরাজগঞ্জের এনায়েতপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের (বিকেএ) আয়োজনে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের থানা সভাপতি এম. ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক লুকমিহান সরকার, কেন্দ্রসচিব আবু তালহা, সহকারী অধ্যাপক বাবু নীলমনি পাল, এনায়েতপুর প্রেস ক্লাবের সহসভাপতি মুক্তার প্রমুখ।
কর্মী সম্মেলন
তুরাগ ঢাকা সংবাদদাতা
আশুলিয়া হাজেরা খাতুন মাদরাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামী আশুলিয়া থানার উদ্যোগে গত শুক্রবার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া ইউনিয়ন সেক্রেটারি মাসুদ রানার পরিচালনায় এবং আশুলিয়া ইউনিয়ন আমীর আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আফজাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা আইন ও প্রশাসন বিষয়ক সম্পাদ অ্যাড. শহিদুল ইসলাম, থানা আমির অধ্যক্ষ বশির আহমেদ প্রমুখ।
বস্তাবন্দী লাশ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১৩ দিন পর তাবাচ্ছুম নামে ৬ বছর বয়সী এক কন্যা শিশুর বস্তাবন্দীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নতুন পাড়া আহছান উল্লাহর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। তাবাচ্ছুম ওই এলাকার জনৈক আমানের কন্যা। নিহতের পরিবার জানান, গত ১৭ নভেম্বর তাবাচ্ছুম নিখোঁজের পর ভূজপুর থানায় জিডি করেন।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি আরজুন বলেন, নিহত শিশুর লাশ ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা