৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ছাত্র-জনতার অভ্যুত্থান

গণহত্যায় জড়িত শেখ পরিবারের কাউকেই গ্রেফতার করা হয়নি

স্মরণ সভায় শহিদ শাকিলের বাবার ক্ষোভ
স্মরণ সভায় শহিদ শাকিলের বাবার ক্ষোভ -

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত শেখ পরিবারের কোনো সদস্যকে এখনো কাউকেই গ্রেফতার করা হয়নি। হাজার হাজার ছাত্র-জনতাকে খুনের অপরাধে তাদেরকে কেন এখনো শাস্তির আওতায় আনা হয়নি এমন প্রশ্ন করে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরে প্রথম শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন। তিনি আরো বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে ফ্যাসিবাদের বীজ লুকিয়ে রয়েছে। এদেরকে চিহ্নিত করে উপড়ে ফেলতে হবে। না হলে ছাত্র-জনতার এ বিপ্লব লক্ষ্যে পৌঁছতে পারবে না।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (ডুয়েট) আয়োজিত এক স্মরণ সভায় শহীদ পরিবারের সদস্য ও আহত ছাত্ররা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ঘটনা তুলে ধরেন। ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়বের (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
ডুয়েটের প্রভাষক শনিলা বিনতে আহসান ও সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় ডুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডুয়েটের প্রোভিসি ড. আরেফিন কাওসার ও ডুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। এর আগে জুলাই আন্দোলনে গাজীপুরে প্রথম শহীদ শাকিল পাভেজের বাবা বেলায়েত হোসেন অনুষ্ঠান উদ্বোধন করেন।
আন্দোলনে অংশগ্রহণকারী আহত ডুয়েট শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জুয়েল রানা, মোহনা আকতার, রাসেল ভূঁইয়া, মো: তৌহিদুল ইসলাম রানা, শাহ শাহজাহান চৌধুরী প্রমুখ। এ ছাড়া জুলাই-আগস্ট আন্দোলনের ওপর ডকুমেন্টরি প্রচার, সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও শহীদ পরিবার ও আহদের জন্যে বিশেষ মোনাজাত
করা হয়।


আরো সংবাদ



premium cement