৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সমাবর্তন ছাড়াই মূল সনদপত্র পাবেন বাকৃবি শিক্ষার্থীরা

-

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মূল সনদপত্র হাতে পেতে। কারণ সমাবর্তন ব্যতীত দেয়া হতো না মূল সনদপত্র। এ জন্য বিড়ম্বনা পোহাতে হতো চাকরি বা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময়। এটা বিবেচনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদপত্র দিয়ে দেয়া হবে। অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরপরই স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের সনদপত্র হাতে পাবেন।
গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা।
ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মূল সনদ তুলতে শিক্ষার্থীদের আগে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের চাকরি-বাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে মূল সনদ ফল প্রকাশ হওয়ার পরপরই দিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের সময় যাতে কোনোভাবেই অপচয় না হয়।


আরো সংবাদ



premium cement