জুড়ীর কন্টিনালা নদীতে পলো উৎসব
- জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
- ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫১
হেমন্ত হচ্ছে মাছ ধরার মওসুম। পেশাদার মাছ শিকারিরা বারো মাস মাছ ধরলেও সৌখিন মৎস্য শিকারিদের মাছ ধরার মোক্ষম সময় এই হেমন্ত ও শীতকালে। বর্শা ও জাল ছাড়াও মাছ ধরার অন্যতম আরো একটি উপাদান হচ্ছে পলো। সম্মিলিতভাবে পলো দিয়ে মাছ ধরা একটি উৎসবের মতো।
অগ্রহায়ণের ১২ তারিখ বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা অবধি পলো উৎসব অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের জুড়ীতে। কন্টিনালা নদীতে সকাল ১০টায় শুরু হয় এই পলো বাওয়া। শত শত সৌখিন মাছ শিকারি পলো নিয়ে ঝাঁপিয়ে পড়েন নদীতে। কন্টিনালা সেতু থেকে শুরু হয়ে রাবারড্যাম পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পলো দিয়ে মাছ ধরার মনোরম দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্তের হাজার হাজার মানুষ এসে ভিড় করে নদীতে।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সাবরিনা আক্তার, জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মাছুম রেজা, গণমাধ্যমকর্মীসহ অনেকেই উৎসবে পর্যবেক্ষণ করেন।