বড়াইগ্রামে চালু হলো ‘জনতার বাজার’
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫০
নাটোরের বড়াইগ্রামের লক্ষ্মীকোলে নি¤œ আয়ের মানুষের জন্য চালু করা হয়েছে ‘জনতার বাজার’। এ বাজার থেকে সব ধরনের সবজি কম মূল্যে কিনতে পারবেন তারা। প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার জনতার বাজার বসবে।
কৃষকের মাঠ থেকে তরতাজা সবজি সরাসরি কিনে এনে ভোক্তার হাতে ন্যায্য মূল্যে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম পৌরসভা ও নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে জনতার বাজার চালু করা হয়েছে। কেনা-বেচায় সহযোগিতা করছে রোভার স্কাউটের সদস্যরা। গত বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম পৌর মার্কেটের সামনে অস্থায়ীভাবে এই বাজারের উদ্বোধন করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, নাটোর স্বার্থ রক্ষা কমিটির বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক সাজেদুল বাশার এবং যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস মাহী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ও ডিমসহ বিভিন্ন সবজি সাধারণ বাজারমূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হয় ১১৫ টাকায়, আলু বিক্রি করা হয় ৭০ টাকায়, ফুলকপি ৪৫ টাকা, বাঁধাকপি ৩৫ টাকায় এবং ডিম প্রতি হালি ৪৮ টাকায় বিক্রি করা হয়। সব ধরনের সবজিই কেজিপ্রতি প্রচলিত বাজারের তুলনায় ১০-২০ টাকা কম দামে বিক্রি করা হয়। এ বাজারে কম দামে সবজি কিনে খুশি ক্রেতারা। তবে তাদের দাবি সবজির পাশাপাশি অন্যান্য সামগ্রীও যেন পাওয়া যায় এই সবজি বাজারে।