৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আ’লীগ নেতাকে পাশে বসিয়ে শহীদদের স্মরণে প্রশাসনের সভা

শিক্ষার্থীদের ক্ষোভ-নিন্দা
শহীদদের স্মরণসভায় আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসাইন (গোল চিহ্নিত) : নয়া দিগন্ত -


ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রশাসনের আয়োজিত সভায় আওয়ামী লীগের পদধারী নেতার উপস্থিত থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের ওই নেতা সভায় কিভাবে এলো, তাকে কে আমন্ত্রণ জানিয়েছে- এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানাচ্ছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গত বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙ্গাবালীতে একটি স্মরণসভা করে উপজেলা প্রশাসন। এতে গণ-অভ্যুত্থানে নিহত এক শহীদের পরিবার ও আহত ব্যক্তিসহ আমন্ত্রিতরা যোগ দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভাতেই রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন। সভার ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসে ছিলেন আওয়ামী লীগের ওই নেতা ফরহাদ হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে চারটি চেয়ারের পরেই উত্তর সারির পঞ্চম চেয়ারে ছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে সভায় থাকা কয়েকজন ব্যক্তি জানান, শুধু ফরহাদ হোসেন একাই নয়, ওই সভায় পতিত সরকারের সুবিধাভোগী একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। যা কোনোভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা কলেজের শিক্ষার্থী (বাড়ি রাঙ্গাবালী) তানজিমুল আবিদ বলেন, আমরা যারা ২৪-এর গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মৃত্যুকে হাতে নিয়ে যুদ্ধ করলাম তাদের সাথে যোগাযোগ করারও প্রয়োজনবোধ করেনি। আইডিয়াল কলেজের সামনে ছাত্রলীগ প্রকাশ্যে গুলি ছুড়েছিল আমার দিকে। বেঁচে গিয়েছিলাম। সেই আমরা এমন একটি আয়োজন সম্পর্কে কোনো কিছুই জানার অধিকার রাখি না? তারা কিনা আওয়ামী লীগের পোস্টেড নেতাকে নিয়ে স্মরণসভা করে? হাসি পায় আমার, কষ্টভরা বুক নিয়ে গগণবিদারি চিৎকার দিতে ইচ্ছা করে। এর চেয়ে বরং আমরা যারা রাজপথে ছিলাম এদের ধরে ধরে ফাঁসি দিয়ে দিন। আমরা একটু মুক্তি পাই। এখানে নাকি একটি শহীদ পরিবারও উপস্থিত ছিল। ওই শহীদের পরিবার যদি জানতো এমন দোসরকে নিয়ে আয়োজন হয়েছে, তাহলে ওরা গলায় দড়ি দিয়ে মরে যেত, তা-ও এমন অনুষ্ঠানে আসতো না। ঘৃণাভরে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী (বাড়ি রাঙ্গাবালী) ইমরোজ মাহমুদ রুদ্র ফেসবুকে লিখেছেন, দেড় হাজার শহীদের সাথে বেইমানি করলেন? আজকে রাঙ্গাবালী উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল, গুড ইনেশিয়েটিভ! কিন্তু কথা হচ্ছে, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মেরে শহীদ করলো তাদের পাশে নিয়ে শহীদদের স্মরণে সভা করলেন? এটা কি শহীদের সাথে তামাশা নয়? আপনাদের স্মরণসভায় ছাত্র-আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিল এমন প্রতিনিধিরা কয়জন ছিল? আওয়ামী লীগের পোস্টেড নেতাকে পাশে রেখে শহীদ-স্মরণ সভা! বাহ্! ঘৃণাভরে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত প্রদান করা হয়নি। যে ব্যক্তির কথা বলা হচ্ছে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না এবং তাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত কেউ তার সম্পর্কে আমাদেরকে অবহিত করেননি। তার পরিচয় সম্পর্কে জানতে পারলে আমরা এই অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা করতে পারতাম।


আরো সংবাদ



premium cement
গাজার উত্তর-দক্ষিণাঞ্চলের গভীরে ইসরাইলি ট্যাংক, নিহত ৪২ রাজধানীতে আসছে শীতের প্রচুর সবজি ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল আওয়ামী শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে সেন্টমার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসাপ্রবণ : মমতা চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সতর্ক ও সচেতন থাকতে হবে : ডা: শফিক ৫২ সেকেন্ডের ভিডিওতে খুনে জড়িতদের চেহারা ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : আসিফ নজরুল কলকাতায় জাতীয় পতাকা পোড়ানোয় বাংলাদেশের নিন্দা

সকল