ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
ইসকন নিষিদ্ধের দাবিতে গতকাল বাদজুমা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বান্দরবান প্রতিনিধি জানান, চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বান্দরবানে ইমাম মোয়াজ্জেম ও সম্মিলিত মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের মসজিদগুলো থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলগুলো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এসে শেষ হয়।
কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলাউদ্দিন ইমামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সময় এক সমাবেশে বক্তব্য রাখেন বাজার শাহি জামে মসজিদের ইমাম মাওলানা এহেছানুল হক আল মঈন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি জানান, চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার এবং উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বাদজুমা স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ শেষে হাজারো মুসল্লির একটি বিক্ষোভ মিছিল শহর ঘুরে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান খান, বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম মাওলানা ছিদ্দিকুল্লাহ, বায়তুস সালাম মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের প্রমুখ।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘকে (ইসকন) নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল বেল ২টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, কুস্তা আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির প্রফেসর জহিরুল ইসলাম, থানা মসজিদের খতিব মুফতি মুহামুদুল্লাহ, উম্মে সালমা মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি কাজী হাবীব প্রমুখ।
তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা। গতকাল আছর বাদ শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ এলাকায় এ সমাবেশ করে যৌথভাবে তজুমদ্দিন তারেক রহমান ঐক্য পরিষদ ও খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখা। পরে বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন।
ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা জানান, গতকাল বাদ জুমা ফেনীর ছাগলনাইয়া পৌরশহরের জমাদ্দার বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার মুসল্লি। তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত পৌরশহরের বিভিন্ন মসজিদ ও উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লিরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন, সাতবাড়ি মসজিদের খতিব মাওলানা ইসমাইল টুমচরি, ছাগলনাইয়া কামিল মাদরাসার মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের জিহাদী, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ সিপাত, ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন। বাজার মসজিদের খতিব মুফতি শোহায়েব দোয়া পরিচালনা করেন।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ইসকন নিষিদ্ধের দাবিতে জুমা বাদ বিক্ষোভে মিছিল করেছেন মুসল্লিরা। গোটা শহর মিছিলের নগরীতে পরিণত। এ সময় এক সমাবেশে মুসল্লিরা জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি করেন।
মংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শুক্রবার বাদ জুমা উপজেলার বাজার জামে মসজিদের সামনে থেকে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ শাপলা চত্বর এসে প্রতিবাদ সমাবেশ করেন মুসল্লিরা। সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিয়ে যাচ্ছে। এ সময় বক্তব্য রাখেন, বি এল এস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাদী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুলাহ আল মারুফ, মাওলানা আব্দুল আজিজ নোমান প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বাদ জুমা উপজেলার ভুলতা গাউছিয়া বাসস্ট্যান্ড মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তী সমাবেশে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ সাধারণ সম্পাদক মুফতি নুরুল হক ডহরী, সহসভাপতি হাফেজ মাওলানা তানঈম মাদিনা, মুফতি আবু বকর সিদ্দিক, মাওলানা মাহাবুব হোসাইন জালালাবাদী, হাফেজ কাওছারসহ আরো অনেকে।