ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বাহারি ফুলের চারা রোপণ
- এস এম মোজতাহীদ প্লাবন নজরুল বিশ্ববিদ্যালয়
- ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
ক্যাম্পাস আঙ্গিনাকে সুশোভিত করে নান্দনিক আবহ সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় নানা কার্যক্রম শুরু হয়েছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সৌন্দর্য বর্ধনে ক্যাম্পাসের রাস্তাসহ বিভিন্ন এলাকায় রোপণ করা হয়েছে বাহারি সব শীতকালীন ফুলের চারা। এগুলোর মধ্যে রয়েছে সিলভিয়া, গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, গাঁদা এবং চাইনিজ গাঁদাসহ বাহারি সব ফুল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চন্দ্রবিন্দু ক্যাফেটেরিয়ার আশপাশের এলাকায় মাটি ভরাট করে সৌন্দর্য বর্ধন কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য, চির উন্নত মম শির চত্বর, জয়ধ্বনি মঞ্চ, জয় বাংলা ভাস্কর্য, অগ্নিবীণা হল সংলগ্ন এলাকা, কলা অনুষদের সামনের এলাকা, বিজ্ঞান অনুষদ সংলগ্ন রাস্তাসহ বিভিন্ন এলাকায় ফুলের চারা লাগানো হয়েছে। শুধু চারা রোপণই নয় এগুলোর নিয়মিত পরিচার্যও করা হচ্ছে। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে এমন কার্যক্রমের প্রশংসা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ বলেন, ‘এমন কার্যক্রম নিশ্চয়ই প্রশংসা পাওয়ার যোগ্য। এগুলো সঠিক রক্ষণাবেক্ষণ করলে ক্যাম্পাসকে মনে হবে ফুলের স্বর্গরাজ্য। তবে এসব মৌসুমি ফুলের পাশাপাশি কিছু পার্মানেন্ট ফুলের গাছ লাগানো হলে পুরো বছরজুড়ে তা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করবে।’
বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল বলেন, ‘আগের দিনগুলোতে দেখতাম বিশাল আয়োজন করে লাখ লাখ টাকা খরচ করে বৃক্ষরোপণ করা হতো। তবে কোনো দৃশ্যমান সৌন্দর্যের দেখা মেলেনি। এবার দেখছি চারা রোপণের পর প্রচার হচ্ছে। আশা করছি এবার ভালো কিছু হবে।’
সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘শুধু শিক্ষা বিস্তারে নয়, ময়মনসিংহ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নে এ ক্যাম্পাসের ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা ছাড়াও প্রায়ই ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই পরিবার নিয়ে বা বিভিন্ন দলে দলে ক্যাম্পাসে ঘুরতে আসে। তাই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির শীতকালীন ফুল লাগানো হয়েছে। এর পাশাপাশি কিছু স্থায়ী ফুলের গাছ লাগানো আছে যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।’
ভিসি অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন করতে সৌন্দর্য বর্ধন কমিটি করে দেয়া হয়েছে। কমিটির উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন স্থানে বাহারি ফুলের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া সৌন্দর্য বর্ধনে ক্যাম্পাসে মাটি ভরাটসহ বিভিন্ন কার্যক্রম চলমান।’