২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ

প্রতারণার শিকার ১৭ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি

-

মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন মিঠুর প্রতারণার শিকার হয়েছেন ১৭ শিক্ষার্থী। কলেজের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন মিঠু ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণ বাবদ ৩ হাজার করে টাকা আদায় করলেও তা জমা দেননি। ফলে প্রবেশপত্র না আসায় ওই শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে পারেননি। পরীক্ষা দিতে না পেরে হতাশায় ভুগছেন এসব শিক্ষার্থী। এ ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছেন কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার জাতীয় বিশ্বাবিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা প্রবেশপত্র তুলতে গত বৃহস্পতিবার কলেজে যান। কিন্তু কলেজ থেকে জানানো হয়, তাদের (১৭জন) প্রবেশপত্র আসেনি। এরপরও তাদেরকে পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয়। তারা যথারীতি সোমবার পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্রে গেলে তাদেরকে পরীক্ষা দিতে দেয়া হয়নি। শিক্ষার্থীরা বিষয়টি অধ্যক্ষকে জানানোর পরও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
কয়েকজন শিক্ষার্থী জানান, ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফি ছিল ৭ হাজার টাকা। কিন্তু অধ্যক্ষের সাথে যোগসাজশে প্রতিষ্ঠাতা সদস্য মিঠু মাত্র ৩ হাজার টাকায় ফরম পূরণের প্রলোভন দেন। ফলে শিক্ষার্থীরা কলেজের অফিসের পরিবর্তে তার কাছে টাকা জমা দেন। ওই টাকা তিনি কলেজ ফান্ডে জমা না দিয়ে আত্মসাত করেছেন। এ ঘটনায় মিঠুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, এর জন্য সম্পূর্ণ দায়ী অধ্যক্ষ। এর দায়ভার তাকেই নিতে হবে। কারণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ভালো-মন্দ দেখভালের দায়িত্ব অধ্যক্ষের। পতিত আওয়ামী সরকারের সময় অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকবার অডিট আপত্তি হলেও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় তিনি পার পেয়ে যান।
এ ব্যাপারে অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদারের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে পাশ কাটিয়ে যান। এ ছাড়া অভিযুক্ত মিঠু গা ঢাকা দেয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান, শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ করেছেন। যে ব্যক্তি ফরম পূরণের কথা বলে টাকা নিয়ে জমা দেননি এবং শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল