সাবেক এমপি শাহীন চাকলাদারের সম্পদের অনুসন্ধান শুরু
- যশোর অফিস
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫২
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদক সদর দফতরের একটি টিম যশোরে এসে গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে তার সব স্থাপনার পরিমাপ করেছে। দুই সদস্যের ওই টিমে ছিলেন উপ-পরিচালক মো. শফিউল্যাহ ও সহকারী পরিচালক মো. আল-আমিন।
দুদক সূত্রে জানা যায়, শহরের চিত্রা মোড়ের শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবীর হোটেল ইন্টারন্যাশনালের ১৪ তলা ভবন এবং পরে শহরের পুরনো কসবা কাঁঠালতলা এলাকার বাড়িসহ অন্যান্য স্থাপনা পরিমাপ করেন।
এ বিষয়ে দুদক যশোরের উপ-পরিচালক মো. আল-আমিন বলেন, গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে স্থাপনা পরিমাপ করা হয় নির্মাণ ব্যয়ের সঠিক তথ্য পাওয়ার জন্য। স্থাপনা পরিমাপের পর গণপূর্ত নির্মাণ ব্যয়ের তথ্য দুদকে সরবরাহ করবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা