২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাসিনার পতন হলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে : মাসুদ সাঈদী

-

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উদ্যোগে স্থানীয় মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, খুনি শেখ হাসিনার পতন হলেও তার দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে। আমাদের সরলতা কিংবা ব্যর্থতায় ফ্যাসিবাদ নামক মুজিববাদ আবার ফিরে এলে কারোর জন্যই তা শুভকর হবে না। আমরা চাই না, এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক। হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা পতিত মুজিববাদীদের ষড়যন্ত্রে নস্যাৎ হতে দেয়া যাবে না।
সাম্প্রদায়িক সংগঠন ইসকনের কথিত ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণের উগ্র সমর্থকদের বর্বরোচিত হামলায় নিহত আইনজীবী শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাসুদ সাঈদী বলেন, হাজারো মানুষের আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি অবিলম্বে আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত ইসকন সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নাজিরপুর উপজেলার তারবিয়াত সেক্রেটারি ও কলারদোয়ানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কাজী মহিউদ্দিন বাহাদুরের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল