২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

-

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুই লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। টেকনাফ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।
এতে বলা হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান প্রবেশ করার একটি খবরের সূত্র ধরে নাজিরপাড়া বিওপির দু’টি টহলদল সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ চালায়। এ সময় ছয়জন ব্যক্তিকে নাফ নদী সাঁতরে বাংলাদেশ অংশে প্রবেশ করতে দেখে তাদের আটকের চেষ্টা চালায় টহল দলের সদস্যরা। কিন্তু চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনটি ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায়। ওই তিনটি ব্যাগ থেকে উল্লেখিত পরিমাণ ইয়ারা উদ্ধার হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, অভিযানে কোনো চোরা কারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 


আরো সংবাদ



premium cement