২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কালিয়ায় নবগঙ্গার ভাঙন স্থলের পাশেই বালু ব্যবসা

-

নড়াইলের কালিয়া উপজেলার ফেরিঘাট এলাকায় নবগঙ্গা নদী ভাঙনসংলগ্ন স্থানে বালুর ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। এতে নদী ভাঙন আরো বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১৪ সালে সাত কোটি টাকা ব্যয়ে কালিয়া ফেরিঘাট এলাকায় সিসিব্লক ফেলেছিল। এখন সেখানেই চলছে বালুর ব্যবসা।
গত রোববার সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা গেছে। কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের বালু ব্যবসায়ী খায়রুজ্জামান শেখ ট্রলারে করে বালু ফেলছেন এই সিসিব্লকের ওপর। এতে বালুর চাপে সিসিব্লক নদীতে ধসে যাবার সম্ভাবনা রয়েছে। আর সিসিব্লকের পাশ দিয়েই কালিয়া-খুলনা-গোপালগঞ্জ ব্যস্ততম সড়ক। এলাকাবাসী বলেন, সিসিব্লক রক্ষার্থে এখানে বালু ফেলা বন্ধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
বালু ব্যবসায়ী খায়রুজ্জামান শেখ বলেন, আমি কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কোমল আখির কাছ থেকে দুই লাখ টাকা দিয়ে ওই স্থানে বালু রাখার জন্য চুক্তি করেছি। আমি জানতাম না, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। এখানে বালু রাখলে যদি কোনো ক্ষতি হয়, তাহলে রাখব না। এ ছাড়া অনেকেই নদীপাড়ে বালু রেখে ব্যবসা করছেন।
এ দিকে, মোবাইল ফোনে একাধিকবার সাবেক কালিয়া পৌর কাউন্সিলর কোমল আখির সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

 


আরো সংবাদ



premium cement