২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুড়িচংয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেড়েছে কিশোর গ্যাং কালচার

-

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে। উঠতি বয়সি ছেলেরা স্কুল-কলেজের মাঠে কিংবা গেটে সঙ্ঘবদ্ধভাবে আড্ডা দেয়। অশালীন খোশগল্প করে। এই আড্ডা থেকেই সৃষ্টি হয় বিভিন্ন অপরাধের পরিকল্পণা। ইভটিজিং, মাদক সেবন ও মাদক ব্যবসার সূত্রপাত এখান থেকেই জন্ম নেয়। ঘটতে শুরু করে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে মারামারির মতো ঘটনা।
বিগত কয়েক বছর আগে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ১০ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়।
বিশেষ করে বাজার এলাকায় কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। তারা বিচরণ করে বসুন্ধরা চত্বর, আরাগ রোড, বুড়িচং বাইপাস সড়ক, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা, কলেজ গেট এলাকা, ভরসার বাজার, কালিকাপুর বাজার, শংকুচাইল বাজার, নিমসার বাজার, কংশনগর বাজার, ভারেল্লা মাদরাসাসংলগ্ন এলাকা, সাহেব বাজার রানীর বাংলা এলাকায়। এরা মাদক সেবন থেকে শুরু করে খুন জখম, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত।

সমাজসেবক সাইফুল ইসলাম বলেন, দ্রুত এসব কিশোর গ্যাংয়ের লাগাম টেনে ধরতে হবে। অন্যথায় সমাজে অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে।
এই বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া বেশি জরুরি। সেই সাথে ধর্মীয় ও সামাজিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। শিশু বয়স থেকেই যদি ধর্মীয় শিক্ষা যথাযথভাবে দেয়া যায়, তাহলে কিশোররা কেউ আর অপরাধে জড়াবে না। আমি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দিয়েছি, তারা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করেন। এটা করতে পারলে কিশোর অপরাধ অনেকটা কমে আসবে।


আরো সংবাদ



premium cement