আ’লীগের সাবেক এমপি রায়হান ফের আটক
- রাজশাহী ব্যুরো
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৪
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই ফের আটক হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক রায়হান। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন।
রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন গণমাধ্যমকে জানান, রায়হানকে আটকের জন্য চারঘাট থানাপুলিশের রিকুইজিশন ছিল। সে অনুযায়ী রাতে সাহেববাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে মঙ্গলবার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর চারঘাট বাজার থেকে আওয়ামী লীগের সাবেক এমপি রাহেনুল হককে আটক করে পুলিশ। এরপর গত ২০ আগস্ট চারঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান রাহেনুল হকের স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা