বিভিন্ন স্থানে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৪
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন স্থানে সভা ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের, কসবা প্রেস ক্লাব সভাপতি সোলেমান খান ও সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন। বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কসবা উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে গত সোমবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত এবং পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম আলমাস, ওসি আসমাউল হক, উপজেলার কুসুম্বী গ্রামের শহীদ হৃদয় হোসেনের মা ছপুরা বেগম, সোয়াইড় বালাল গ্রামের শহীদ সোহেল রানার বাবা মতলেব আলী, হাজিপুর গ্রামের শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম, গণ-অভ্যুত্থানে আহত ছাত্র সবুজ আলী, বারিক হোসেন, আতাউর রহমান, ছাত্র প্রতিনিধি অনিক আজাদ অর্পণ, আব্দুল মমিন, উদয় মিজান প্রমুখ। পরে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বাগাতিপাড়ায় গত সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। এ ছাড়া, উপজেলা প্রশাসনের আয়োজনে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এস বি সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ ছাত্র প্রতিনিধি মোনায়েম হোসেন, মো: ইয়াহিয়া, আশিকুর রহমান এবং সাফাত হোসেন। পরে আন্দোলনে আহত আব্দুল্লাহ আল বাকী মিঠুকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। পরিশেষে আন্দোলনে শহীদের জন্য দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম জুবায়ের হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা