মহিলা আ’লীগ সভাপতির বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৪
বরিশালের উজিরপুরে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করার অভিযোগ উঠেছে লিপি বেগম নামে এক মহিলা আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে। লিপি বেগম উপজেলার সাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি। উপজেলার সাতলা ইউনিয়নের হতদরিদ্রদের নামে দেয়া সরকারি আশ্রয়ন প্রকল্পের ২০টি ঘরের মধ্যে তিনটি ৬ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি বেগম ও তার মা-বোনের নামে বরাদ্দ হয়।
শনিবার সরেজমিনে দেখা যায়, সাতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী শুক্কর আলীর স্ত্রী ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি বেগম ও তার মা সালেহা বেগম, বড় বোন লাকী বেগম হতদরিদ্রদের আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে আছেন। লিপি বেগমের বোন লাকী বেগমের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল গ্রামের জুলহাস রাড়ির সাথে। প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের মধ্যে সরকারি আশ্রয়ণ প্রকল্পের তিনটি ঘর কিভাবে বরাদ্দ হয় তা স্থানীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে অভিযুক্ত মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি বেগম সত্যতা স্বীকার করে বলেন- আমার স্বামী বিদেশে বেশি ভালো নেই। তাই আমাকে এবং আমার মা ও বোনের নামে সরকারি ঘর বরাদ্দ দেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। তবে ঘরগুলোতে কেউ বসবাস করছেন না। এ ছাড়া ফয়জর আলী ও তার ছেলে শহিদুল ইসলাম আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েও সেখানে তারা কেউ বসবাস করেন না। একাধিক ঘরে ঝুলছে তালা।
সাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন বলেন, আমার সময় তাকে একটি ঘর বরাদ্দ দেয়া হয়। তিনটি ঘরের বিষয়ে ও দখলদারিত্ব বিষয়ে আমার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা বলেন- হতদরিদ্র ও আশ্রয়ণ প্রকল্পের ঘর বিত্তবানদের নামে থাকলে ঘরগুলোর বন্দোবস্ত বাতিল করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হবে। সরেজমিনে তদন্তসাপেক্ষে ভূমিহীন না হলে তাদের নাম বাতিল করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা