২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলার দিগন্ত : সংক্ষিপ্ত সংবাদ

-

সচেতনতামূলক প্রশিক্ষণ
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা এ স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত সোমবার পল্লী উন্নয়ন বোর্ডের ইরেসপোর আয়োজনে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মনিরুজ্জামান খান, ডা: তাবাসসুম ইলমা প্রমুখ।

মেডিক্যাল ক্যাম্প
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় আশা ব্রাঞ্চের আয়োজনে আশা স্বাস্থ্যকর্মসূচির আওতায় তিন দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার আশার অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি ডা: আফজাল হোসেন এ ক্যাম্পের উদ্বোধন করেন। আশার ব্রাঞ্চ ম্যানেজার আলমাস আলীর সঞ্চলনায় ও তালা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন, ডা: হুমায়ুন কবির, ফকরুল ইসলাম, আকবর হোসেন, জাহাঙ্গীর হাসান প্রমুখ।

স্মার্ট কার্ড বিতরণ
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের মুক্তাগাছায় গত সোমবার স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। মুক্তাগাছা মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান, মুক্তাগাছা উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাজিয়া ফেরদৌস, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরং আগরওয়ালা প্রমুখ।

নকলনবিসদের অনশন
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নকলনবিসদের চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী নকলনবিস দাবি আদায় পরিষদের উদ্যোগে গত সোমবার দিনব্যাপী সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বরে কাফনের কাপড় পরে আমরণ অনশন পালন করে বাংলাদেশ এক্সট্রা মহড়া (নকলনবিস) অ্যাসোসিয়েশন, সাদুল্লাপুর শাখা। এ সময় বক্তব্য দেন, অ্যাসোসিয়েশনের সাদুল্লাপুর শাখার সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ভাণ্ডারিয়া পৌর বিএনপি নেতা হানিফ আল খলিফার নেতৃত্বে শহরের টিএনটি রোডের দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে এক সভায় মিলিত হয়।

ফুলের ডালা দিয়ে বরণ
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ সেলিম গত সোমবার মোল্লাহাট ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে তার গাড়ি বহর থামিয়ে উৎফুল্ল কর্মিরা তাকে ফুলের ডালা উপহার দেন। বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ এমএইচ সেলিম দীর্ঘ এক যুগ পর তার প্রাণের জন্মভূমি বাগেরহাটে ফিরেছেন। গতকাল মঙ্গলবার খানজাহান আলী মাজার মাঠে আধুনিক বাগেরহাটের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমকে গণসংবর্ধনা দেয়া হয়।

গরু হস্তান্তর
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা সদরের গড়িনাবাড়ী চিকনমাটি রোপা আমন পিএফএস’র ১০ম ও সমাপনী সেশনে কৃষি সেবা কেন্দ্রের ২৫ জন সদস্যের মধ্যে আয় বর্ধনমূলক কাজের অংশ হিসেবে দু’টি গরু প্রদান করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে গত রোববার কৃষি সেবা কেন্দ্রে প্রধান অতিথি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায় গরু দু’টি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হাবিবুল্লাহ ও মো: কিবরিয়া, রাজোয়ার রহমান, সংগঠক হৃদয় চন্দ্র রায় প্রমুখ।

সাংস্কৃতিক পদযাত্রা
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
‘বাল্য বিয়ে, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমার কণ্ঠ হোক সোচ্চার’ এ স্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠনের আয়োজনে ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement