চৌগাছায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
যশোরের চৌগাছায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া মুনাজাত করা হয়েছে। এর আগে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এতে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কমোলেশ মজুমদার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসানের পরিচালনায় বক্তৃতা করেন, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, ইসলামী শাসনতন্ত্রের চৌগছা উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের চৌগাছা উপজেলা কমিটির সদস্য রাশেদুল ইসলাম রিতম, জুলাই আগস্টের আন্দোলনে শহীদ আলামিনের বাবা আনোয়ার হোসেন বাবু প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমোলেশ মজুমদার তার বক্তৃতায় বলেন, শহীদ আলামিনের পরিবারের জন্য জমিসহ সব সুবিধা দেয়া হবে।
শহীদ আলামিন চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামে আনোয়ার হোসেনের বড় ছেলে। আলামিনের বাবা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমার ভিটেবাড়িও নেই। আমি ভ্যান চালিয়ে, ফেরি ব্যবসা করে ছেলেকে লেখাপড়া শিখাচ্ছিলাম। ছেলে অনার্স পাস করে বরিশাল বিভাগের বরগুনা জেলায় একটি প্রাইভেট ফার্মে চাকরি নিয়েছিল। চাকরি পেয়ে ছেলে আমাকে বলেছিল বাবা তোমাকে আর ভ্যান চালাতে হবে না। এখন থেকে আমি টাকা পাঠাব। চাকরি পাওয়ার এক মাস পরেই ৫ আগস্ট বরগুনার আমতলী উপজেলায় এলাকায় পুলিশের গুলিতে আমার ছেলের মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা