শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন
- বগুড়া অফিস
- ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত বগুড়ার শহীদ রিপন ফকিরের লাশ ময়নাতদন্তের জন্য তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গত রোববার বগুড়া সদরের এরুলিয়া বানদীঘি ফকিরপাড়া এলাকার কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ।
গত ৪ আগস্ট শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিপন। এরপর নিহতের স্ত্রী মাবিয়া বেগম ১৭ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নাম উল্লেখসহ আরো ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা