২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে আবদুল ওয়াহেদ প্যানেলের নিরঙ্কুশ জয়

-

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে আবারো বিজয়ী হয়েছে বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেল। নির্বাচনে এই প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১২ জন জয়ী হয়েছেন। অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।
গত শনিবার চেম্বার ভবনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশু।
নির্বাচনে জেলা চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন- মো: আবদুল ওয়াহেদ, মো: খাইরুল ইসলাম, মো: আখতারুল ইসলাম রিমন, মো: মফিজ উদ্দিন, মো: আব্দুল আওয়াল, মো: সৈবুর রহমান, মো: দেলোয়ার হোসেন, মো: নূর আমিন, মো: আরিফ উদ্দিন ইতি, মো: নাজিবুর রহমান, মো: আব্দুল বারেক, মো: মনিরুল ইসলাম।

অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।
সহযোগী সদস্য পদে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- মো: শুকুরুদ্দিন, মো: বাহারাম আলী, মো: উজায়ের হোসেন, মো: মিলায়েতুল কোরাইশি ও মো: শহিদুল ইসলাম।
সাধারণ গ্রুপে মোট ভোটার ছিলেন এক হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ১৭৮ জন।
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়। এ ছাড়া দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পাঁচজন প্রতিনিধি ভোট পর্যবেক্ষণে ছিলেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল