কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- কুমিল্লা প্রতিনিধি
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল রোববার নগরীর কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখা থেকে আনন্দ র্যালি বের হয়ে লিবার্টি মোড় ও পূবালী চত্বর হয়ে কলেজের জামতলায় এসে শেষ হয়। এতে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী নেন।
র্যালিতে সবার হাতে ছিল রঙ-বেরঙ্গের ব্যানার-ফেস্টুন। এ সময় নগরী রঙিন হয়ে উঠে। এরপর কলেজ প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষকরা। এছাড়া, কলেজ অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার বলেন, রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ সালে এ কলেজ প্রতিষ্ঠা করেন। উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ ও শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসানসহ কলেজের ৯টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা