২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নবীন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে রাবি ছাত্রশিবির

-

পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী (২০২৩-২৪ সেশন) নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ১১টি বাস নিয়ে নওগাঁর কুসুম্বা মসজিদ, পাহাড়পুর এবং সোমপুর বিহারের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।
আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু একটি সফর নয় বরং একটি আদর্শ, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা। পূর্ববর্তী সরকার এ ধরনের আয়োজন অনুমোদন না দিলেও এখন শিক্ষার্থীরা আগ্রহ নিয়েই এতে অংশ নিচ্ছেন। সফরের উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং তাদের আদর্শিক ও সেবামূলক চরিত্র গঠন করা।
শিক্ষা সফরে অংশ নিয়ে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুহুল আমিন জানান, এ প্রথম শিবির আয়োজিত শিক্ষা সফরে যাচ্ছি। স্কুল-কলেজের শিক্ষা সফর থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী অভিজ্ঞতা এটি। এ সফল আমাদের অ্যাকাডেমিক জীবনকে সমৃদ্ধ করবে, ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করবে। শিবিরের এমন আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞ।
ইতিহাস বিভাগের আরেক নবীন শিক্ষার্থী আহমেদ সানি বলেন, শিবিরের এমন উদ্যোগ আমাদের চোখ খুলে দিয়েছে। এ সফর শুধু ইতিহাস শেখাবে না, আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করবে। প্রতি বছর এমন সফরের আয়োজন করলে শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবেন।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ জানান, আজ পাঁচশ’র বেশি নবীন শিক্ষার্থী নিয়ে আমরা শিক্ষা সফরে বের হয়েছি। বিগত সরকারের আমলে এমন মহতি আয়োজন করা যেত না। অথচ শিক্ষার্থীরা অনেক আগ্রহ নিয়ে এ সফরের সঙ্গী হয়েছেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, এ সফরের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও নেতৃত্বগুণ গড়ে তোলার চেষ্টা করব। এটি শুধু একটি সফর নয় বরং একটি আদর্শ, এক দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা।

 


আরো সংবাদ



premium cement