ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান
- খুলনা ব্যুরো
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কওমি-আলিয়া ভেদাভেদ ভুলে দ্বীন প্রতিষ্ঠায় আলেম সমাজকে এক হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদ ও ইসলামবিদ্বেষীরা যাতে আবার ক্ষমতায় না আসতে পারে সেজন্য আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে। গতকাল নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াত আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা ইদ্রীস আলী, অধ্যক্ষ ড. মাওলানা মুফতি আব্দুর রহিম সরদার, অধ্যক্ষ মাওলানা ডি এম নূরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ, অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, আলেমদের প্রধান দায়িত্বই হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার ও প্রসার। সে লক্ষ্যে আলেম সমাজকে কাজ করতে হবে। আলেমগণ ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই এদেশের মাটিতে স্থান পাবে না। সেজন্য জামায়াত সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা