২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পটিয়ায় ভাতিজা হত্যায় চাচা গ্রেফতার

-

পটিয়া উপজেলায় মোহাম্মদ রাশেদ নামে এক যুবককে হত্যার পর তার আপন চাচা জালাল উদ্দিন (৪৫)।
চট্টগ্রাম নগরে আত্মগোপনে ছিলেন। সাত দিন পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের ছায়া তদন্তের পর গত শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জালাল উদ্দিন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার রাজা মিয়ার ছেলে।
জানা গেছে, ছোট বেলায় রাশেদের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদী তাকে লালন-পালন করে বড় করেন। গত ১৬ নভেম্বর রাতে জালাল উদ্দিন ঘরে ঢুকে দেখতে পান তার একটি কম্বল ভাতিজা ব্যবহার করছেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জালাল ধারাল ছুরি দিয়ে রাশেদের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহনেওয়াজ খালেদ বলেন, ঘটনার পর থেকে সিআইডি বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে জানা যায় অভিযুক্ত জালাল চান্দগাঁও থানার খাজা রোড এলাকার একটি হোটেলে কাজ করছেন। শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে জালালকে গ্রেফতার করা হয়। জালাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের বিষয়টি নিশ্চিত করেন।

 


আরো সংবাদ



premium cement