কেউ বলতে পারবে না ১০ টাকার দুর্নীতি করেছি : মাসুদ সাঈদী
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৪
‘কেউ বলতে পারবে না ১০ টাকার দুর্নীতি করেছি’ মন্তব্য করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী বলেছেন ‘আমি পাঁচ বছর পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি।’ কেউ বলতে পারবে না ১০ টাকার দুর্নীতি করেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের এই শিক্ষাই দিয়েছে ‘রাষ্ট্রের সম্পদ খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া সমান।’
গত শুক্রবার বিকেলে পিরোজপুরের দীর্ঘা ইউনিয়নের দক্ষিণ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। দীর্ঘা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী আরো বলেন, বিগত ১৭ বছর শত নির্যাতন জুলুম হত্যা করার পরও বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা এ দেশে এক কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। এ দেশকে আমরা ভালোবাসি। এই দেশে ইসলাম কায়েম করব, এই স্বপ্ন বুকে ধারণ করে সব ষড়যন্ত্র, হামলা মামলা সহ্য করে আমরা এ দেশেই রয়ে গেছি। কিন্তু ওরা ১৭ মিনিটও এ দেশে থাকেনি। দেশকে এক তলাবিহীন ঝুড়ি বানিয়ে রেখেই পালিয়ে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা