২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

-

বাগেরহাটের চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চিতলমারীতে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালনকালে তিনি ভুয়া ঋণ সৃষ্টি, সহকর্মীদের কাছ থেকে ধার গ্রহণ এবং সর্বপোরি ৬১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
সেখানে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে অসীম কির্ত্তুনীয়াকে পঞ্চগড় জেলার আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২ এর ৫৭(৩) বিধি অনুসারে খোরাকি ভাতা পাবেন। তার স্থলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার (মাঠ) গৌতম সরকারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ শাখা ব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়া মোবাইলে বলেন, সাময়িক বরখাস্তের আদেশ পেয়ে আমি পঞ্চগড়ে যোগদান করেছি।

 


আরো সংবাদ



premium cement