সাবেক ডিসির বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫২
কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করে সাবেক জেলা প্রশাসক (ডিসি) বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকার সম্পত্তি দখল ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুলেছেন আব্দুল করিম মোল্লা নামে এক কৃষক। শুক্রবার সকালে জেলা শহরের গৌরাঙ্গ বাজারের একটি সংবাদ পোর্টাল কার্যালয়ে সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী।
আব্দুল করিম বলেন, আমাদের গ্রামের বাড়ি ইটনা উপজেলার বাদলা গ্রামে। আমি কৃষক। বড় ভাই আব্দুর রহিম মোল্লা সরকারের জেলা প্রশাসক ও উপসচিব ছিলেন। এ সবের প্রভাব দেখিয়ে বাড়িতে তিনি তার পাওনার চেয়েও ২০ একর জমি জোর করে দখলে নিয়ে নেন। এখন জেলা শহরের উকিলপাড়ার নীলগঞ্জ রোডের আমাদের পারিবারিক বাড়িটি এককভাবে দখলে নেয়ার জন্য পাঁয়তারা করছেন। শহরের বাসার নিচতলায় পরিবারসহ আমি ও উপরের দুই তলায় আমার বড় ভাই রহিম মোল্লা থাকেন। তিনি আমাকে ও আমার পরিবারের লোকজনকে পারিবারিক বাড়ি থেকে উৎখাতে নানাভাবে হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, আমি আমার পৈত্রিক বাড়িতে থাকার অধিকার রক্ষার জন্য জেলার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে একটি মামলা করেছি। এরপর আমার প্রতি আরো বেশি ক্ষিপ্ত হয়ে যান বড় ভাই রহিম মোল্লা। বাসা না ছাড়া হলে আমাকে খুন করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আব্দুল করিম মোল্লা গত ২০ নভেম্বর থানায় এসে একটি জিডি করেছেন। আমরা তদন্ত করে দেখছি।
অভিযোগের বিষয়ে আব্দুর রহিম মোল্লা বলেন, আমার ছোট ভাইয়ের অভিযোগ সত্য নয়। আমি তাকে হুমকি দেবো দূরের কথা, তার সাথে আমার দেখাই হয়নি। তবে জেলা শহরের উকিলপাড়ায় আমার স্ত্রীর কেনা জায়গায় একটি বাসা করেছে। বাসাটির নিচতলা আমার ছোট ভাই আব্দুল করিম মোল্লা দখল করে রেখেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা