রাঙ্গুনিয়ায় ঘাগড়া সেতুর সাপোর্টিং ওয়ালে ধস
- শান্তি রঞ্জন চাকমা রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম)
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাইজ্জার ডেবা ঘাগড়া খালের ওপর নির্মিত ঘাগড়া সেতুর সাপোর্টিং ওয়াল ও সিসি ব্লক ভেঙে গেছে। সেতুর গোড়ায় নির্মিত গার্ডার ঘাগড়া খালে ধসে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জানা যায়, উপজেলার রাজানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের সীমান্তবর্তী হালিমপুর বাইজ্জার ডেবা ঘাগড়া খালের ওপর ঘাগড়া সেতু নির্মিত হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০২৩ সালে আরএইচডি শিশুতল রানীরহাট সড়ক চেইনেজ ৯৪০ মিটারে ৩২ মিটার লম্বা পিসি গার্ডার সেতু ক্ষুদ্র মেরামত প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজটি প্রায় ১৭ লাখ ৩২ হাজার ৮০২ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি)। নির্মাণের প্রায় এক বছরের মধ্যে সেতুর এক পাশে ভেঙে যাওয়ায় অত্যন্ত ঝুঁকির মুখে পড়েছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
বাইজ্জার ডেবা এলাকার কৃষক করিম গণি বলেন, সেতুর ওপর দিয়ে প্রতিদিন উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, লালানগর, হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শত শত যানবাহন চলাচল ও হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বাইজ্জার ডেবা এলাকার বাসিন্দা আবু সৈয়দ বলেন, ঘাগড়া ব্রিজ দিয়ে এ এলাকার শত শত কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য রানীরহাট বাজার, ধামাইরহাট ও রাজারহাটে নিয়ে যায়। বড় ধরনের ভাঙন ও ক্ষতি হওয়ার পূর্বে দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি। ধামাইরহাটের অটোরিকশা চালক মো: মহিউদ্দিন যত দ্রুত সম্ভব সেতুর গার্ডার ওয়াল সংস্কার করার দাবি জানান।
রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন বলেন, অতি গুরুত্বপূর্ণ এ সেতুটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা