২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও গেজেট প্রকাশের দাবি

-

গত জুলাই বিপ্লবে সাভারে শহীদ সাফওয়ান আখতার সদ্যসহ সকল শহীদকে রাষ্ট্র্রীয়ভাবে মর্যাদা দেয়া এবং তাদের নামে একটি গেজেট প্রকাশ করার দাবি জানান সদ্যের বাবা ড. আখতারুজ্জামান। গত শুক্রবার শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় পৌর এলাকার ডগরমোড় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠে এলাকাবাসীর আয়োজনে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডগরমোড় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও একাধিকবার সাভার পৌরসভার নির্বাচিত (সাবেক) কমিশনার খোরশেদ আলম। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সদ্যের বাবা ড. মো: আখতারুজ্জামান।
শুরুতে সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অসহায় দুস্থদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন- আগামীতে যদি কখনো তিনি সাভার পৌরসভার মেয়র নির্বাচিত হন তাহলে সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোর নামকরণ করা হবে শহীদদের নামে।
সভায় ড. আখতারুজ্জামান বলেন- সদ্য ছিল তার একমাত্র সন্তান। সে সাভার ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণিতে পড়ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্টে সে শহীদ হয়। শহীদের এ বাবা চান, শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়া এবং গেজেট প্রকাশ করা হোক। এ সময় যুবদল নেতা মোহাম্মদ আলী পাঠান, বিএনপি নেতা ইউনুছ খান, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউদ্দিন সরকার ও আব্দুল গফুর বাবুল বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement