বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯
আহত নারীর মৃত্যু
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলপুরে ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ফিরুজা খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। গত ১৫ নভেম্বর শ্যামপুর গ্রামের শহীদ মিয়ার শিশুপুত্র রিফাত (৫) খেলার সময় দাদি আঞ্জুরা খাতুনের চুলায় লাথি দেয়ায় উভয় পরিবারে ঝগড়া বাধে। খবর পেয়ে শহীদ মিয়ার শ্বশুর বাড়ির লোকজন এসে তার মা আঞ্জুরা খাতুনের ঘর ভাঙচুরসহ বোন ফিরুজা খাতুন, ভাগ্নি ফারজানা ও পিতা আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে আহত করে।
স্মরণসভা
বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতা
ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বুড়িচংয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু, ওসি আজিজুল হক, প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার প্রমুখ।
বিনামূল্যে চিকিৎসাসেবা
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরের ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। মরহুম সৈয়দ আলী তালুকদার স্মরণে শুক্রবার স্কুল চত্বরে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক টিএম শরফুদ্দিনের নেতৃত্বে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচ শতাধিক রোগীকে সেবা দেন। ইমপেরিয়াল শিক্ষা পরিবার আয়োজিত এ কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন প্রতিষ্ঠাতা আব্দুল জলিল তালুকদার। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ফজলুল হক খান।
বীজ ও সার বিতরণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের আয়োজনে ১৪০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, মাইনুল হুদা রোমান, ফাহিম হোসেন প্রমুখ।
জেলা প্রশাসকের পরিদর্শন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার সরকারী বিভিন্ন দফতর ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে উপজেলা কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কারা নির্যাতিতদের সংবর্ধনা
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় কারা নির্যাতিত ১২জন নেতাকর্মীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মশিন্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজা শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ প্রমুখ।
দোকানে চুরি
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোট পৌরবাজারের ভূমি অফিস সংলগ্ন সড়কের তাহরিন ইলেকট্রনিকস শো-রুমে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ চোরের দল শো-রুমের টিনের চালা কেটে ঢুকে সিঙ্গার ৩২ ইঞ্চি ৮টি টেলিভিশন চুরি করে নিয়ে যায় বলে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এ বি এম সিদ্দিক। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
ফ্রি চিকিৎসা
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ‘ল’ কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট আ: রাজ্জাক মিয়া। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকসেদুল হাসান রুপম, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা