২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাঙ্গলকোটে সেতু ও সেতুসংলগ্ন সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

নাঙ্গলকোটে ভেঙে যাওয়া সংযোগ সড়ক : নয়া দিগন্ত -


নাঙ্গলকোটের দৌলখাঁড় ও বটতলী ইউনিয়নের মধ্যবর্তী মাস্টার জয়নাল আবেদীন সেতু ও সেতুসংলগ্ন সড়কটি সাম্প্রতিক ভয়াবহ বন্যার পানির তোড়ে ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী সড়কটি দিয়ে প্রতিনিয়ত মালামাল পরিবহনসহ তাদের চলাচল এবং স্কুলগামী শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করলেও সেতু ও সেতুসংলগ্ন সড়কটি ভেঙে যাওয়ায় তাদেরকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দৌলখাঁড় ও বটতলী ইউনিয়নের মাধ্যবর্তী এলজিইডির নাঙ্গলকোট-দৌলখাঁড়-বক্সগঞ্জ প্রধান সড়কসংলগ্ন মাস্টার জয়নাল আবেদীন সেতু ও সেতুসংলগ্ন সড়কটি বন্যার পানির তোড়ে ভেঙে যাওয়ায় সেতুর দুই প্রান্ত সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে খালের মধ্যে ঝুঁকে পড়েছে। এ ছাড়া প্রধান সড়কের মাটি ও সড়ক ভেঙে খালের পানিতেও তলিয়ে গেছে। এতে করে খালের ওপর অবস্থিত সড়কটি প্রধান সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ায় দৌলখাঁড় উত্তর-পশ্চিম পাড়ায় বসবাসরত কয়েকশ’ পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সমাজকর্মী ওয়াসিম বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে এলাকার স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী এবং হাসপাতালগামী রোগীদের দুর্ভোগের সীমা থাকবে না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার বলেন, সড়কের পাশে গভীরভাবে খাল খনন এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুসংলগ্ন সড়কটির কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। ইতোমধ্যে সড়কটির অনুমোদন হয়েছে। সেতুটি উপজেলা পরিষদের তহবিল থেকে সংস্কারের ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ

সকল