২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

-


চৌদ্দ বছর পর উন্মুক্তভাবে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে ৯ শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে আয়োজন করে সংগঠনটি। এর আগে ২০১০ সালে সর্বশেষ উন্মুক্তভাবে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার সংগঠনটির ইবি শাখার সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিমের বাবা লোকমান হোসাইন। ইবি শাখার সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর শাখার টিম সদস্য ও কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসিন, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সোহাইল ও কুষ্টিয়া শহর শাখার সভাপতি সেলিম রেজাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, জাতির সামগ্রিক উন্নতিতে অতীতে জাতীয় কোনো লিডারই কাজ করেনি। আমাদের বিভিন্নভাবে দাস-অনুদাস করে তোলা হয়েছে। আর যে সৎ ছিল তাকেই হত্যা করে ফ্যাসিবাদের রাস্তা ক্লিয়ার করা হয়েছে। চব্বিশের আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও হাজারো শিক্ষার্থী-জনতার পঙ্গুত্ববরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এই সফলতার মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়া। সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্রদের সাথে নিয়ে আমরা কাজ করতে চাই।

 


আরো সংবাদ



premium cement
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা

সকল