২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গোমস্তাপুরে জমি দখলে নিতে ২ জনকে হত্যা, আহত ১৫

-


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বেগপুরে জোর করে জমি দখল করতে গিয়ে জমির দুই মালিককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রসীরা। এ সময় জমির আরো ১৫ মালিক ও কৃষি শ্রমিককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গত বুধবার বেলা ১টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে একটি বিলে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে হঠাৎ করে রফিকুল মাস্টার ও আতাউরের নেতৃত্বে অন্তত ১০০ জন ওই এলাকার একটি বিলের জমি জোরপূর্বক দখল করতে যায়। এ সময় জমির কয়েকজন মালিক এবং শ্রমিকরা ক্ষেতে কাজ করছিলেন। স্থানীয় কায়েমপুরের রফিকুল মাস্টারের নেতৃত্বে স্থানীয় শফিকুল, ভদু, ফনু, মালেক, কায়েম, আলিম, রহমান, তাইসুদ্দিনসহ অন্তত ১০০ জন হাসুয়া, কাতি, বল্লম, ফার্সা, রড, লাঠি, লাদনা ও অন্যান্য অস্ত্র নিয়ে জমিতে কর্মরতদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই জমির অন্যতম মালিক আবদুস সাত্তারসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন। স্থানীয় বেলডাঙ্গার মুঞ্জুরের ছেলে সাত্তার (৫০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। গতকাল শুক্রবার আহতদের মধ্য থেকে তবজুল নামে আরেকজন মারা যান। তিনি রাধানগর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আরো পাঁচজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর আহতরা হলেন কাইয়ুম, হাবিল ও আসগর।

ওই জমির আরেক অংশীদার বদরুদ্দোজা ওরফে পিয়ারা মাস্টার বলেন, আমরা প্রায় ৭০ জন এ বিলের দেড়শ’ বিঘা ধানি জমির মালিক। কিন্তু দীর্ঘদিন ধরে রফিকুল মাস্টার, আতাউর, আফসার জালিয়ত ও তফিজুলের নেতৃত্বে বেশকিছু লোক আমাদেরকে হুমকি দিয়ে আসছে। তাদের কাজই হল অন্যদের জমি দখল ও ধান লুট করা। গত বুধবার হঠাৎ করে রফিক মাস্টারসহ শ’খানেক সন্ত্রাসী আমাদের জমিতে নেমে জমিতে কর্মরত মালিকদের এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১৫ জন আহত হন এবং সাত্তার ওই দিনই নিহত হন। গতকাল শুক্রবার তবজুল নিহত হন।

নিহত সাত্তারের মেয়ে রশিদা বলেন, আমাদের বৈধ জমি জোর করে দখলে নিতে রফিকমাস্টার গং আমার বাবাকে হত্যা করেছে। এখনো তারা হুমকি দিচ্ছে। আমরা এ অন্যায়ের বিচার চাই। থানায় আমরা যোগাযোগ করেছি, পুলিশ কর্মকর্তারা বলেছেন, হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে রফিক মাস্টারের মোবাইলে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার গণমাধ্যমকে জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল