২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
স্মরণসভায় যশোর জেলা প্রশাসক

ফ্যাসিস্টরা সম্পদের পাহাড় গড়ে এখন ভোগ করতে পারছে না

-


‘একজন মা তার সন্তানকে পিট চাপড়ে সাহস জুগিয়েছেন জেলখানায় যেতে। বাংলাদেশকে চিনতে হলে আগে আমাদের মাকে চিনতে হবে। আন্দোলনে বাবা-মায়ের একমাত্র সন্তানটি শহীদ হয়েছেন। কি বলে আমরা তাদের সান্ত্বনা দেবো? আমরা নিজেরাই যেন একেকটি শহীদ পরিবারের সন্তান। নিজের চোখ দুটো বন্ধ করে দেখুন, আন্দোলনে যারা চোখ হারিয়েছেন তাদের অবস্থা কি! যারা পা হারিয়েছেন, তারা কিভাবে বাকিটা জীবন পার করবেন?’ গত বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত গত জুলাই-আগস্টে আহত ও শহীদদের স্মরণসভায় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম কথাগুলো বলেন।

পতিত সরকারকে উদ্দেশ করে তিনি আরো বলেন, অতীতের ভুল এই জাতি ক্ষমা করেছে। দ্বিতীয়বার আর ক্ষমা করবে না। অপচয়, অপকর্ম ও দুর্নীতি না করলে বাংলাদেশে যে সম্পদ আছে তা যদি মাত্র পাঁচটি বছর সঠিকভাবে কাজে লাগানো যায়, পরে আর কাজের ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না। যারা পাহাড়সম দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন, তারা এখন ভোগ করতে পারছেন না। যারা আলীশান বাড়ি করেছেন তারা এখন কোথায় ঘুমাচ্ছেন- একবার ভেবে দেখুন। কোনো স্বৈরশাসক পালিয়ে গিয়ে ফিরে এসেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই। এ দেশের ছাত্র-জনতা সে ইতিহাস সৃষ্টি করতে দেবে না।

পরিবর্তনের কথা বলে যারা লাফাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজাহারুল ইসলাম বলেন, ৫ আগষ্টের পর থেকে একটি টাকাও পাচার হয়নি। এটাও একটি বড় পরিবর্তন। আমাদের ধৈর্যহারা হলে চলবে না।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, থানার ওসি আব্দুল আলীম, কেন্দ্রীয় বিএনপির সদস্য টিএস আইয়ুব হোসেন, জামায়াতের উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি হেলাল ইসলাম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক ছাতিয়ানতলা গার্লস স্কুল অ্যান্ড ইউনাইটেড কলেজে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করেন।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল