গৌরনদীর সাবেক মেয়রকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা
- গৌরনদী ও বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁয়াকে গণধোলাই দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।
বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আলাউদ্দিন ভূঁয়া। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুলাদী যাওয়ার উদ্দেশে মীরগঞ্জ ফেটিঘাট অতিক্রমকালে স্থানীয় জনতা বিষয়টি টের পান এবং তাকে আটক করেন। তাকে ধরে তখন উত্তেজিত জনতা গণধোলাই দেয়। পরে তাকে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে বরিশাল ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এদিকে আটকের বিষয়টি অস্বীকার করে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁয়াকে গৌরনদী মডেল থানা পুলিশ আটক করেছে।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, গৌরনদী মডেল থানায় চাঁদাবাজি ও সংঘর্ষ মামলায় সন্দেহভাজন আসামি আলাউদ্দিন ভূঁয়াকে সকালে শরিকল এলাকা থেকে গ্রেফতার করে সরাসরি বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা