১৪ বছর বয়সে ৩৭ বার হাড় ভেঙেছে লিখনের
চিকিৎসায় সাহায্যের আবেদন- ২১ নভেম্বর ২০২৪, ০১:০৪
জন্ম থেকে হাড় ভঙ্গুর (অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা) নামে এ দুরারোগ্য রোগে আক্রান্ত লাবিদ-আল লিখন নামে ১৪ বছরের এই ফুটফুটে কিশোর। তার শরীরের হাড়গুলো এতোই নরম যে বসা অবস্থায় একটু হেলে পড়লেও হাড় ভেঙে যায়। তার ১৪ বছর বয়সে ৩৭ বার হাড় ভেঙেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক শামসুজ্জামান এবং জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) অধ্যাপক ডা: সারোয়ার ইবনে সালামের অধীনে ২০১৪ সাল থেকে চিকিৎসা চলছে লিখনের। তার হাতে ও পায়ে অস্ত্রোপচার করে ছয়টি টেলিস্কোপিক নেইল বসানো হয়েছে যা প্রতি তিন বছর পর পর প্রতিস্থাপন করতে হয়।
সম্প্রতি লিখনের হাত-পায়ের টেলিস্কোপিক নেইলগুলো প্রতিস্থাপনসহ শরীরের আরো কয়েকটি স্থানে অস্ত্রোপচার করাতে হবে। লিখনের বাবা-মা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লিখনের চিকিৎসা করাতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।
কিছুটা সুস্থভাবে বেঁচে থাকার আশায় ছেলেটির এই অস্ত্রোপচারে আরো অন্তত তিন লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন লিখনের বাবা-মা। সহায়তা পাঠানোর ঠিকানা- আবদুল ওয়াহাব, ব্যাংক একাউন্ট নম্বর-০০৪৫১২১০০০০০৩১৫, সাউথইস্ট ব্যাংক পিএলসি, মৌচাক শাখা অথবা ০১৯১৭-৫৮৯৮৬৮ (বিকাশ) এবং ১০৭১০-২৯৫৩১১ (নগদ)। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা